আগামী অক্টোবর মাসে রংপুরে মাসব্যাপি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । এ মেলার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ। শনিবার মতবিনিময় সভায় সভাপিতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন ।
তিনি সাংবাদিকদের জানান,বিগত দুই বছর করোনা ভাইরাস-১৯ পরিস্থিতিতে মানুষ দীর্ঘদিন ধরে ঘরবন্দী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অর্থনেতিক মন্দা থেকে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে। স্থানীয় উৎপাদন ও উদ্যোক্তাদের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহীত করে স্থানীয় ব্যবসা বাণিজ্যকে বেগবান করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় চেম্বারের মাধ্যমে দেশের সকল জেলা শহরে বাণিজ্য মেলা আয়োজন হচ্ছে। রংপুরেও একটি বাণিজ্য মেলা অনুষ্ঠিত করতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার মাঠ স্থান হিসেবে নির্ধারণ করে অক্টোবর মাস থেকে মেলা অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন।
মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণের উৎপাদিত পণ্য সামগ্রী, আন্তর্জাতিক মান সম্পন্ন পণ্য সর্বসাধারণের সম্মুখে উপস্থাপিত হবে। এতে করে নতুন ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় আর্থিক কর্মকান্ড আরও বেগবান হবে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নতুন উদ্যেক্তা তৈরী হবে। আমরা মেলায় অংশগ্রহণের জন্য কারুপণ্য লিমিটেড, আরএফএল, কনসার্ন লিমিটেড, বেনারশী পল্লি, শতরঞ্জিসহ সকলকে আমন্ত্রন জানান এই ব্যবসায়ী নেতা ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, ভাইস প্রেসিডেন্ট আলী আহমেদ চান্দ, পরিচালক সাব্বির আহমেদ, মোঃ নুরুল ইসলাম পটু, স্থানীয় অবকাঠামো, মেলা/প্রদর্শনী, ব্যবসা উন্নয়ন উপ পরিষদের আহŸায়ক মোঃ আতিক উল্লাহ, পরিচালক মোঃ আইয়ুব আলী, মোঃ আব্দুর রাজ্জাক, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, মোঃ আখতারুজ্জামান মওলা, মোঃ রুবায়েত হোসেন খান, নাসিব রংপুর জেলা শাখার সভাপতি মোঃ রাকিবুল হাসান, কনসার্ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিুর রহমান লিখন প্রমুখ।