বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন

অনলাইন নিউজ ঢাকা পোস্ট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু,রংপুরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

দল মত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের কথা তুলে ধরাসহ সত্যনিষ্ট সংবাদের মাধ্যম হবে অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্ট। তথ্য বহুল সংবাদ প্রকাশ এবং আস্থা অর্জনে এগিয়ে থেকে নিউজপোর্টালটি সবার পছন্দের গণমাধ্যমে পরিণত হবে। যেখানে সব ধরনের খবর প্রকাশ করা হবে। সমাজের উঁচু-নিচু শ্রেণীর ভেদাভেদ ভুলে দেশ, স্বাধীনতা, উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশের স্বার্থে কাজ করবে ঢাকা পোস্ট।

রংপুরে অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানান রংপুরের জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, একটা গণমাধ্যম যখন সবার কথা বলে, তখন তার প্রতি আস্থা বাড়ে। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা, মানবিকতাসহ সব বিভাগেই মত প্রকাশের দিক থেকে ঢাকা পোস্ট এগিয়ে থাকবে। এখন দ্রুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় বস্তুনিষ্ঠ সংবাদ কম প্রকাশ পায়। সেক্ষেত্রে নতুন অনলাইন হিসেবে ঢাকা পোস্ট এই প্রতিযোগিতায় ব্যতিক্রম হবে।

‌‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানকে পাঠকদের কাছে সত্য হিসেবেই প্রতিষ্ঠিত করবে ঢাকা পোস্ট- এমন প্রত্যাশা ব্যক্ত করে রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মো. জুননুন বলেন, আমাদের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ইতিহাস, সংগ্রাম, ঐতিহ্যসহ রংপুর অঞ্চলের কথা উঠে আসবে ঢাকা পোস্টে। সঙ্গে রংপুরের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনার তথ্যচিত্র সত্যনিষ্ট তথ্যের মধ্য দিয়ে ঢাকা পোস্ট তুলে ধরবে, এটা আমাদের চাওয়া।

রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর  মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর কেন্দ্রীয় সদস্য নাট্যব্যক্তিত্ব রাজ্জাক মুরাদ, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, আফতাব হোসেন, আরিফুল হক রুজু, একেএম মঈনুল হক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি ওসমান গণি শুভ্র, কণ্ঠশিল্পী অন্তর রহমান, সাজু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন। এতে স্বাগত বক্তব্য দেন ঢাকা পোস্টের রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিবেদক শিপন তালুকদার।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের অতিথিদের নিয়ে ১০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এ সময় ভাওয়াইয়ার সুরে অনুষ্ঠানে অন্যরকম মাত্রা বাড়িয়ে দেন কণ্ঠশিল্পী সাজু আহমেদ ও অন্তর রহমান। এর আগে বেলা ১১টায় ঢাকা পোস্টের শুভযাত্রা উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা রংপুর নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পুরো আয়োজনে রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাসহ রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, বাংলার চোখ, আমরাই পাশে রংপুর, উই ফর দেম, কাকাশিসের এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!