রংপুরে অবৈধভাবে এসিড উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানা মালিকদের ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
আরপিএমপি মিডিয়া সেল সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় নগরের পরশুরাম থানার চিলারঝাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে একরামুল ও মতিন নামে দুই ব্যক্তির কারখানায় হানা দেয় গোয়েন্দা পুলিশ।
এসময় কারখানা পরিচালনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিক কর্তৃপক্ষ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে এসিড উৎপাদন ও বাজারজাত করার দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং অপরজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) উত্তম প্রসাদ পাঠক বার্তা২৪.কম-কে জানান, কোনো প্রকার অনুমোদন বা লাইসেন্স ছাড়াই সেখানে এসিড জাতীয় দাহ্য পদার্থ উৎপাদন ও বাজারজাত করা হতো। ওই দুই কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ডের পাশাপাশি কারখানা দুটি সিলগালা করা হয়েছে।