রংপুর মহানগরীর র্পূব খাসবাগ সবুজপাড়া আকমল স্মৃতি পাঠাগারের উদ্যেগে শীর্তাথ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনরে অস্থায়ী র্কাযালয় চত্বর থকেে শীর্তাথ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতথি ছিলেন বাংলাদশে বেসরকারি গণগ্রন্থাগার পরষিদ কন্দ্রেীয় র্পষদরে মহাসচবি নাসিম আহমদে।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদরে সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম ডলার,রংপুর জেলা শাখার সভাপতি মো: রেজাউল ইসলাম, ৯নং ওর্য়াড আওয়ামীলীগ সহ-সভাপতি রবিউল ইসলাম।
শীতবস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা পাঠাগাররে বিষয়ে গুরুত্বারপ করেন এবং সবাইকে বই পড়তে তাদগদ দেন।
র্অধশত দুস্থ মানুষকে এই পাঠাগাররে সহযোগতিায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে শীতবস্ত্র পাওয়া অনকে দুস্থ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আকমল স্মৃতি পাঠাগাররে প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আফজালরে সভাপতিত্বে পাঠাগারের সদস্য মো: আহসান হাবিব,মোছা: ফাহিমা আক্তার ফাহি, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, আশকিুর রহমান আকাশ,মেহেজাবিন মাইশা তুন্না , সিহাবুল ইসলাম সোহাগ,মাহাবুবুর রহমান, জান্নাতুল ববি, সিয়াম হোসনে সাগর,রনি রহমান উপস্থতি ছিলেন।