অনেকেই বলতেন স্বপ্নের নায়ক। নব্বই দশকের সেরা নায়ক বলা হতো তাকে। এত অল্প সময়ে এতটা জনপ্রিয় এবং এতটা সফলতা এদেশে কোনো সিনেমার নায়ক পাননি।
বাংলাদেশের সিনেমার ইতিহাসে অসম্ভব জনপ্রিয় এক নায়কের নাম সালমান শাহ। হঠাৎ এসে জয় করা এক সিনেমার যুবরাজ তিনি। যিনি না থেকেও আছেন কোটি ভক্তের মাঝে।
আজ ১৯ সেপ্টেম্বর সবার প্রিয় নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫০ বছরে পা দিতেন তিনি।