তিনি আরও বলেন,’গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোন আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমরা শান্তিপূর্ণ যে কোন আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো এবং স্বাগত জানাবো।
কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায়াত জোট আগুন সন্ত্রাস চালিয়েছে। এতে শত শত সাধারণ মানুষ মারা গেছে। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। তাদের ত্যাগকে শ্রদ্ধা জানাতেই গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে আওয়ামী লীগ।