রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র যৌথ আয়োজনে রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলনের নেতৃত্বে রংপুর প্রেসক্লাবের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার
প্রতিবাদে এফবিসিসিআই এর নির্দেশক্রমে সকাল ১১.৩০ মিনিটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সঙ্গতি রেখে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক পার্থ বোস, রংপুর উইমের চেম্বারেরে প্রসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি পলি, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তুহিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, পরিচালক আলী আহমেদ চান্দ, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, সালাহ উদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ আখতারুজ্জামান মওলা, অমিত বণিক, ডিজেল আহমেদ, সদস্য মোঃ নুরইসলাম বাবুসহ প্রমুখ।
খবর বিজ্ঞপ্তি