রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা সারাই নিউ কাজীপাড়া (সাহেবপাড়া) গ্রামস্থ ধৃত আসামী মোঃ আলমগীরহোসেন (৪০) এর একতলা বিশিষ্ট পাকা বসত বাড়ীর ছাদের উপর টিন দ্বারা ঘর তৈরী করে আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৪০), পিতা-মৃত তোজাম্মেল হক, সাং-সারাই নিউ কাজীপাড়া, ২। মোঃ ইয়াছিন আলী (৪৫), পিতা-মোঃ জমশেদ আলী, সাং-সারাই মধ্যপাড়া (বেঙ্গলের আহলে হাদিস মসজিদের উত্তরে), উভয় থানা-হারাগাছ, ৩। মোঃ জাকারিয়া হোসেন @ জাহিদ (৩৬), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-মুলাটোল (২০নং ওয়ার্ড কার্যালয় সংলগ্ন), থানা-কোতয়ালী, ৪। মোঃ লিটন মিয়া (৩০), পিতা-মৃত আব্দুল গণি, সাং-সারাই নিউ কাজীপাড়া, ৫। মোঃ আব্দুল মতিন (৪৮), পিতা-মৃত আব্দুল লতিফ মিয়া, সাং-সারাই পূর্ব পোদ্দারপাড়া, ৬। মোঃ শামীম মিয়া (৩০), পিতা-মৃত জমসেদ আলী, সাং-সারাই নিউ কাজীপাড়া, সর্ব থানা-হারাগাছ, সকলেই রংপুর মহানগর, রংপুরগন কর্তৃক চলমান আইপিএল জুয়া/বাজি খেলার আসর হতে জব্দতালিকায় বর্ণিত আলামত (ক) ০১ টি ২৪ ইঞ্চি এলইডি রঙ্গীন টেলিভিশন, নগদ ১৮,৯৭০/-(আঠার হাজার নয়শত সত্তর) টাকা, বিভিন্ন ব্যান্ডের ১১ টি মোবাইল ফোন, ০১ টি টালী খাতা, ০১ টি প্যাড খাতা, ছোট বড় ৩ পৃষ্টা যাতে খোলা অবস্থায় বিভিন্ন ব্যক্তির নাম ও সংখ্যা লেখা আছে, যা উদ্ধার করা হয়। এতদসংক্রান্তে অত্র আরপিএমপি, হারাগাছ থানায় একটি জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
যাহা হারাগাছ থানার মামলা নং-১০/২০০, তারিখ-০৫/১০/২০২০ খ্রি., ধারা-১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪। সূত্রোক্ত মামলার বাদী এসআই(নিঃ) মোঃ আব্দুছ ছবুর খন্দকার, সঙ্গীয় এসআই (নিঃ) জ্যোতিষ চন্দ্র বর্মণ, এএসআই (নিঃ) মোঃ সাজেদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ হামিুদল হক, কং/৩৪০ শ্রী ধর্ম চন্দ্র, কং/৪৮৩ মোঃ তৈয়বুর রহমান, সকলেই হারাগাছ থানা, আরপিএমপি, রংপুর হারাগাছ থানার জিডি নং-২১৮ ও ২২৩, তারিখ-০৫/১০/২০২০ খ্রি. মূলে হারাগাছ থানা এলাকায় রাত্রীকালিন মোবাইল ৪১ ও অভিযান ডিউটি করাকালে ২১.২৫ ঘটিকায় সারাই বাজারে অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ০৫/১০/২০২০ খ্রি. তারিখ সময় ২১.৪৫ ঘটিকায় হারাগাছ থানাধীন সারাই নিউ কাজীপাড়া (সাহেবপাড়া) গ্রামস্থ ধৃত আসামী মোঃ আলমগীর হোসেন (৪০) এর একতলা বিশিষ্ট পাকা বসত বাড়ীর ছাদের উপর টিনের তৈরী ঘরের ভিতর থেকে টিভির মাধ্যমে চলমান আইপিএল ক্রিকেট খেলায় টাকার বাজি ধরে প্রকাশ্য জুয়া/বাজি খেলা অবস্থায় হাতে নাতে আটক করেন এবং উপরে বর্ণিত মালামাল জব্দ করেন ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে।