গত রোববার দুপুরে মৎস্য ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন মৎস্য অধিদপ্তরের আওতায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) ২০০৯ সাল থেকে শুরু করে লিফগণদের মেধা, যোগ্যতা ও শ্রম দিয়ে প্রকল্পের কাজ করে যাচ্ছে। ফলে দেশব্যাপী মৎস্য সেক্টরে লেগেছে উন্নয়নের ছোঁয়া। বিশ্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশ ২য় স্থান লাভ করে বিশ্বের দরবারে যা প্রসংশিত হয়েছে। আমরা সরকারের নিকট ও মৎস্য অধিদপ্তরের নিকট আমাদের চাকুরী স্থানীয়করণ ইউনিয়ন পর্যায়ে পদ সৃষ্টি করে, ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের লিফদের স্থায়ী দেওয়ার জোর দাবী জানানো হয়। ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের লিফের নিয়োগ না হওয়া পর্যন্ত দ্বিতীয় নিয়োগ বন্ধরাখার দাবী জানানো হয়। এছাড়াও মানব বন্ধনে নেতৃবৃন্দ আরো বলেন স্কেল অনুযায়ী বেতন ভাতা ও সকল লিফদের প্রশিক্ষন প্রদানের ব্যবস্থা করার দাবী জানানো হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদ সভাপতি মোঃ রফিকুল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান সরকার, জেলা সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আব্দুস সালাম, যতিন বাবু প্রমুখ।