টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের। ইনজুরিতেই সর্বনাশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সংযুক্ত আরব আমিরাতে চলমান বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন সাকিব।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই বিশ্বকাপে বাংলাদেশের বাকি দুই ম্যাচে দেখা যাবে না সাকিবকে। বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘সাকিব বাঁ পায়ের নিচের দিকে আঘাত পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই চোট পেয়েছেন তিনি। গ্রেড ওয়ান এই ইনজুরির কারণে বিশ্বকাপে বাংলাদেশের পরের দুই ম্যাচে খেলতে পারছেন না সাকিব।’
তবে করোনা কালে বায়োবাবলের এই সময়ে সাকিবের বিকল্প নিচ্ছে না বাংলাদেশ। কারণ কোয়ারেন্টাইনের জটিলতার কারণে সেই সুযোগও নেই বাংলাদেশ দলের। এর আগে ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়েছিল জাতীয় দলের আরেক তারকা মোহাম্মদ সাইফউদ্দিনেরও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামনের দুটো ম্যাচ ম্যাচ ২ ও ৪ নভেম্বর। মানে সাকিব সেরে উঠার আগেই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।