নিজস্ব প্রতিবেদক॥ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে বিভাগীয় শহরে রংপুর গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর জেলা শাখার উদ্যোগে আলহাজ্ব আব্দুল কাদের খোকন এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী জশনে জুলুসের আয়োজন করে।
গত শুক্রবার ১২ই রবিউল আউয়াল উপলক্ষে রংপুর টেবিল টেনিস চত্বর থেকে অসংখ্য নবী প্রেমিকেদর অংশগ্রহণে মাধ্যমে জুলুসটি ও র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জমায়েত হয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। জুলুসটিতে সভাপতিত্ব করেন জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আঃ কাদির খোকন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাইদার রহমান। এতে উপস্থিত ছিলন জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শরীফ বাবলু, জিয়াত পুকুর মাজার শরীফ সুন্নিয়া দাখিলা মাদ্রাসার সুপার আবুল কাসেম, মোঃ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ রেজাউল করিম, মোঃ আয়নাল হোসেন মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব মজিবুর রহমান, চর কাঞ্চনশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ আনছার আলী, মোঃ সামছুল আলম (ফরহাদ) সহ আলেম ওলামা ও মুসুল্লীগণ জুলুসটিতে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুসলিম মিল্লাতের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এ+