রংপুর মহানগরীর উত্তম হাজীরহাট দোকান মালিক ব্যাবসায়ী সমিতি সাধারণ সভা হয়েছে। (সোমবার ১৬ নভেম্বর ২০২০) রাতে সমিতির কার্যালয়ে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন মহানগর দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মফিজার রহমান চাঁন্দ,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,যুগ্ম সাধারণ সম্পাদক লিটন পারভেজ,জুয়েলুর রহমান,১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম,১,২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসিমা আমিন, মহানগর দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম,যুগ্ম সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন । সভাপতিত্ব করেন উত্তম হাজীরহাট দোকান মালিক ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম ।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুল আলম রতন ।সাধারণ সভা শেষে সর্ব সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্টনির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। লিটন পারভেজকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মফিজার রহমান চাঁন্দকে সহকারী নির্বাচন কমিশনার এবং রফিকুল ইসলামকে সদস্য সচিব,আলমগীর হোসেন আলম ও শহীদুল ইসলাম খোকনকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।