জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও ব্যবসা-বাণিজ্যসহ সার্বিকভাবে এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। ফলে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু।
আজ (বুধবার) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা সংকট সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
দুইদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে। বৈঠকে ব্যবসা বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্য-চিকিৎসাসহ দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিজেদের সাফল্যের কারণেই তুরস্কসহ বিভিন্ন দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ।