পৃথিবীর কোনো দেশে একদিনে ৬৬ হাজার গৃহহীনের হাতে একসাথে ঘর তুলে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: এটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত।
মুজিববর্ষের উপহার হিসেবে সারাদেশের গৃহহীন ৬৬ হাজার ১৮৯ পরিবারকে ঘর ও জমি প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন: জিয়াউর রহমানের একমাত্র কাজ ছিল এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এবং নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করা।
করোনাভাইরাস মহামারি প্রসঙ্গে তিনি বলেন: এটি এমন একটি ভাইরাস যে সারাবিশ্ব স্থবির হয়ে গেছে। ইচ্ছে ছিল দাঁড়িয়ে থেকে আপনাদের হাতে দলিল তুলে দিবো, সেটা পারলাম না। তবে এটুকু বলতে পারি, ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এইভাবে ভিডিও কনফারেন্সে হলেও উপস্থিত থাকতে পারছি।