সামাজিক যোগাযোগ মাধ্যমে এশিয়ার প্রভাবশালী তারকাদের নিয়ে ‘১০০ ডিজিটাল তারকা’র তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। সেখানে বড় বড় তারকার সঙ্গে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। ওই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, মাধুরী দীক্ষিতসহ বেশ কয়েকজন বলিউড তারকার নামও। ডিজিটাল মাধ্যমে প্রতিনিয়ত ঝড় তোলা এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ রকম ১০০ জন কণ্ঠশিল্পী, ব্যান্ডশিল্পী, চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীকে এ তালিকায় রাখা হয়েছে।