এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরবর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে জুলাই-আগস্ট মাসে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
এছাড়া শিগগিরই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে জানান তিনি। এ সংক্রান্ত অধ্যাদেশ জারি সময়ের ব্যাপার মাত্র, বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা না হওয়ায় বোর্ড থেকে সনদ দেওয়া হলেও তাতে কোনো নম্বর উল্লেখ থাকবে না। শুধু উত্তীর্ণ লেখা থাকে। এ ছাড়া মাধ্যমিকে রোল নম্বরের পরিবর্তে আইডি প্রথা চালু করা হবে। অর্থাৎ পরীক্ষার ভিত্তিতে আগে যে রোল নম্বর থাকত, তা আর থাকছে না। আইডির ভিত্তিতে শিক্ষার্থীদের কার্যক্রম চলবে।