ভারতীয় পেঁয়াজ আসার কারণে পাইকারী ও খুচরা বাজারে কমেছে পেঁয়াজের দাম। টানা তিন দিন ধরে পাইকারি বাজারে কমলো দেশি পেঁয়াজের দাম।
একদিনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে। রোববার রাজধানীর কারওয়ানবাজারে পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। খুচরায় ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দুই দিন আগে যা ছিলো ১০০ টাকার বেশি।
আর বর্তমানে আমদানি করা পেঁয়াজের পাইকারিতে প্রতি কেজির দাম ৫৫ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা। রোববার বাজারে ক্রেতা কম থাকায় বিক্রি কম হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
কয়েকদিনের ব্যবধানের পেঁয়াজের দাম আরো কমবে বলেও জানান ব্যবসায়ীরা।