কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। একমাত্র ম্যাচটি খেলে পুরো দল চলে এলেও মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করছিলেন জামাল ভূঁইয়া। দোহা থেকে সোজা ভারতে যাওয়ার কথা ছিল লাল-সবুজদের অধিনায়কের। লক্ষ্য আই লিগে অংশ নেওয়া। যদিও কলকাতা মোহামেডানের হয়ে আর মাঠে নামা হচ্ছে না তার। কারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
কলকাতা মোহামেডানের সচিব ওয়াসিম আকরাম স্থানীয় গণমাধ্যমকে টুর্নামেন্টে জামালকে না খেলানোর বিষয়টি জানিয়েছে।
আগামী ৯ জানুয়ারিতে শুরু হতে চলা আই লিগে কলকাতার দলটির জন্য জামালের পরিবর্তে কাকে খেলানো যায় সেটিরও খোঁজ করা হচ্ছে। এদিকে জামালের বাংলাদেশি ক্লাব সাইফ স্পোর্টিংয়ের কাছে বিষয়টি নিয়ে কোনও তথ্য নেই।