বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থ্যতা কামনা করে প্রার্থনার আয়োজন করা হয় ।
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২০ সন্ধ্যায় রংপুর নগরীর গুপ্তপাড়া মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার প্রার্থনার আয়োজন করা হয় । প্
রার্থনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি সুব্রত সরকার মুকুল , সহ সভাপতি শ্রী লক্ষিণ চন্দ্র রায় , যুগ্ন সাধারণ সম্পাদক অলক নাথ ,কোষাধক্ষ্য উৎপল ভৌমিক , গৌতম মহন্ত, প্রফুল্ল রায় ,আকাশ , প্রল্লাদ , তৃষœা সরকার , মন্দিরের পুরোহিত স¦পণ রায় প্রার্থনা পরিচালনা করেন ।