বাংলা একাডেমির সদস্য, রংপুর বিভাগীয় ভাওয়াইয়া অঙ্গনের সভাপতি, লেখক সংসদের সাধারণ সম্পাদক, গীতিকার, কবি ও সাহিত্যিক ইঞ্জিনিয়ার খন্দকার মোঃ সাইদুর রহমান রোববার সকাল ৮.৪০ মিনিটে করোনা ইউনিট হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না……………রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সন্তান, নাতি নাতনী, আত্মীয়স্বজন, বন্ধবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে খন্দকার সাইদুর রহমান গত ২০ নভেম্বর ২০২০ কভিড হাসপাতালে ভর্তি হন। বাদ জোহর শহরের কেরাণীপাড়া নাসিরাবাদ জামে মসজিদে জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাইদুর রহমানের জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৫১ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম জেলার চিলমারীতে শাখাহাতি গ্রামের খন্দকার পরিবারের মৌলভী মো. লুৎফর রহমান তাঁর বাবা এবং মোছাম্মদ বছিরন নেছা তাঁর জননী। একাদশ সন্তানের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ ছিলেন। শিক্ষা জীবনে তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি কৃষি প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বিএডিসি প্রকৌশল পুলে কর্মরত ছিলেন এবং ক্ষুদ্র সেচ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ২০০৮ সালে অবসর গ্রহণ করেন। খন্দকার মো. সাইদুর রহমান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন সনামধন্য গীতিকার এবং বাংলা একাডেমির সদস্য। দেশের সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য ইতোমধ্যেই তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এক ডজনেরও বেশি সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন। তিনি ভাওয়াইয়া অঙ্গন, রংপুর বিভাগীয় শাখার সভাপতি, লেখক সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ছিলেন। তার প্রকাশিত বইসমুহ “সাগর প্রত্যাশী নদী; নীড় অন্বেষা পাখি; উল্লাসী স্রোতস্বিনী; চৈতন্য বাগান; বিদগ্ধ রাগিনী (গীতিকাব্য); যুগলবন্দি (ছড়া গ্রন্থ); সাহসী ঠিকানা; শেষ মঞ্জিলের সিঁড়ি ও স্মৃতির সারি। এবারের একুশে গ্রন্থমেলায় আরো ৫ টি গ্রন্থ প্রকাশের কথা ছিলো। খন্দকার মোঃ সাইদুর রহমান মৃত্যুতে রংপুরের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নিবেদিত মানুষ হিসেবে খন্দকার মোঃ সাইদুর রহমান এর সুনাম রংপুরের সর্বস্তরে।
কবি খন্দকার সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ্য প্রকাশ করেছেন রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর পক্ষে সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী মোঃ জুননুন, লেখক সংসদ রংপুরের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মতিউর রহমান বসুনিয়া কাব্যনিধি, সাহিত্য পত্রিকা মৌচাক পরিবারের প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, জাতীয় কবিতা পরিষদ রংপুরের পক্ষে সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, বিভাগীয় লেখক পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক জাকির আহমদ, অভিযাত্রিকের পক্ষে সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, ছড়া সংসদ রংপুরের পক্ষে সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের পক্ষে এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, লেখক সংসদ রংপুরের পক্ষে সভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক লেখক ও সাংবাদিক চঞ্চল মাহমুদ, আইডিয়া প্রকাশনের প্রকাশক সাকিল মাসুদ, ছান্দসিক এর পক্ষে মমিন উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অন্যদিকে ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি কবি ও গীতিকার ইঞ্জিনিয়ার খন্দকার মোঃ সাইদুর রহমান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভাওয়াইয়া অঙ্গন এর চেয়ারম্যান সালমা মোস্তাফিজ এবং ভাওয়াইয়া অঙ্গন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। শোক বার্তায় জানান খন্দকার মোঃ সাইদুর রহমান মৃত্যুতে ভাওয়াইয়া অঙ্গন একজন ভাওয়াইয়ার নিবেদিতজনকে হারালো। এ শুণ্যতা পূরণ হওয়ার মতো নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।