বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন

করোনা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

মানুষের জীবন সবার আগে, তাই করোনা মোকাবেলায় সবাইকে সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রবিবার সকালে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের নবনির্মিত বহুতল প্রধান কার্যালয় ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকার যে নির্দেশনাগুলো দিয়েছে, সবাইকে সেগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান।

একযুগ আগের এবং এখনকার বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে উল্লেখ করে উন্নয়নের কথাগুলো মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই সরকার দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। করোনার সময়ও আমরা অর্থনীতির গতি সচল রাখতে পেরেছি। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্পোন্নত দেশে রূপান্তর করেছিলেন। বিশেষ করে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচলার ফলে সেখান থেকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্ণীতি সততার সাথে মোকাবেলা করার জন্য এনএসআই সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এনএসআই কর্মকর্তাদের ব্যাপক প্রশিক্ষণের তাগিদও দেন তিনি। তিনি বলেন, ক্রমাগত অপরাধের ধরন পাল্টাচ্ছে এবং সেদিকে নজর রেখেই উন্নত প্রশিক্ষণের দিকে নজর দিচ্ছে সরকার। আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেটা রাখতে হলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং করোনা মোকাবিলা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!