কর পরিদর্শক এসোসিয়েশন কর অঞ্চল রংপুরে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও অবসর প্রাপ্ত কর পরিদর্শকগণের সম্মাননা, স্মারক প্রদান অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
কর পরিদর্শক এসোসিয়েশন কর অঞ্চল রংপুরের আয়োজনে ১২ ডিসেম্বর শনিবার হোটেল নর্থ ভিউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মহিদুল ইসলাম ।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কর পরিদর্শক মোঃ মাহমুদা রহমান ও জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কর পরিদর্শক (অবসর প্রাপ্ত) মোঃ আব্দুল মান্নান, মোঃ আলতাফ হোসেন, মাজেদুর রহমান, মীর মোশাররফ হোসেন, মাহতাব হোসেন, রওশন আলম, আব্দুল মালেক, মজিবার রহমান, আব্দুর রহমান, শহীদুল ইসলামসহ অন্যান্যদেরকে কর পরিদর্শক এসোসিয়েশনের পক্ষ থেকে অবসর প্রাপ্ত কর পরিদর্শকগণকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় ।