মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন
নিউজ ফ্লাশ
‘লিচুর রাজ্য’ দিনাজপুরে সোনালি মুকুলে ভরে গেছে গাছ দাফনের প্রায় সাত মাস পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন দেশের ২০ জেলায় হতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝড় নবাবগঞ্জ বাজার আন্ত:ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ নজরুল সংঘ  পাঠাগারের বার্ষিক সাধারণ সভা আইসিটি আইনের মামলায় গ্রেফতার মাহি, কারাগারে প্রেরণ জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু সাবেক সেনা সদস্যসহ তিনজন অপহরণের দায় স্বীকার কুকি চিনের রংপুরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

কীংবদন্তী জেমসের জন্মদিন আজ

এপ্লাস অনলাইন
  • আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
নগরবাউল জেমস, পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ভক্তদের কাছে তিনি গুরু হিসবেই পরিচিত। রোববার (২ অক্টোবর) এই দিনে দেশের জনপ্রিয় এ শিল্পীর জন্ম। সঙ্গীতের এই কালপুরুষ পা রাখলেন ৫৮ বছরে। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে।
জেমসের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করতো না। কিশোর বয়সেই গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে ঘর ছাড়েন তিনি। তখনই চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিংয়ে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহি ফানটিসহ কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকাল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপার হিট হয়ে যান জেমস। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো প্রকাশ পায়।

 

১৯৯৬ সালে ফিলিংস ব্যান্ড থেকে ‘নগরবাউল’ প্রকাশের পর সেটি ব্যাপক সফলতা পেয়েছিল। সেই সুবাদে ব্যান্ডের নাম ফিলিংস থেকে নগরবাউল রাখেন জেমস। আর এই নামে ব্যান্ড থেকে প্রকাশিত একমাত্র অ্যালবাম ‘দুষ্টু ছেলের দল’।

ব্যান্ড তারকা হলেও জেমস মূলত একক শিল্পী হিসেবে অধিক জনপ্রিয় ও সফল। যার সুবাদে তিনি গান করেছেন বিশ্বের অন্যতম সিনে ইন্ডাস্ট্রি বলিউডেও। মুম্বাইয়ের এই সিনে জগতে জেমস চারটি সিনেমায় গান করেছেন। আর পেয়েছেন সাফল্য। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ভিগি ভিগি’ এবং ‘ও লামহে’ সিনেমায় ‘চাল চালে’ গান দুটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে ‘ভিগি ভিগি’ গানটি ভারত এবং বাংলাদেশ দুই দেশেই ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল। এছাড়া ২০০৭ সালের আলোচিত সিনেমা ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমায় তিনি ‘রিশতে, আলভিদা’ গান করেছেন। সেটিও ছিল সফল। তারপর ২০১৩ সালে আবারও বলিউডে গান করেন জেমস। ‘ওয়ার্নিং থ্রিডি’ সিনেমায় তার সেই গানের নাম ‘বেবাসি’। বাংলাদেশি সিনেমাতেও তার গাওয়া গান দর্শক লুফে নিয়েছিল।
প্রতিবছর জেমসের জন্মদিনে বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা আর আয়োজনের কমতি থাকে না। সাধারণত কোন অনুষ্ঠানেই তিনি অংশ নেন না তিনি। এই দিনে কোন কনসার্ট বা রেকডিং রাখেন না এই সংগীত শিল্পী। বিশেষ এই দিনটি নিজের মতো করেই কাটাতে পছন্দ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

এ প্লাস ডিজিকম সার্ভিস

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!