শনিবার, ১০ জুন ২০২৩, ০১:০১ অপরাহ্ন

কুড়িগ্রামের রোৗমারি সিমান্তে চোরাকারবারে বাঁধা দেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

কুড়িগ্রামের রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা সীমান্তে চোরাকারবারিদের কাজে বাঁধা দেওয়ায় এ,কে,এম হাসানুজ্জামান নামের স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ নভেম্বর শুক্রুবার রাতে ওই সাংবাদিক বাদী হয়ে রৌমারি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ।

 

হরিণধরা গ্রামের এ,কে,এম হাসানুজ্জামান দীর্ঘদিন থেকে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করে আসছেন । তিনি উপজেলার দাতঁভাঙ্গা সীমান্ত এলাকা হরিণধরা গ্রামরে শামছুজ্জামানের ছেলে । অভিযোগে জানা যায় , গত ১০ অক্টোবর শনিবার সন্ধ্যার দিকে তার বাড়ির উঠানে আড়কির বাঁশ (সীমান্ত দিয়ে গরু পারাপারে ব্যবহৃত ) রেখে যান চেরাকারবারিরা । পরে খবর পেয়ে দাতঁভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা এস বাঁশগুলো উদ্ধার করে নিয়ে যান ।

 

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় চিহিৃত চোরাকারবারী হরিণধরা গ্রামরে মৃত আজগর আলীর ছেলে রাজু মিয়া , একই এলাকার মৃত শহিদার রহমানের ছেলে ইউনুছ আলী ও নুরুবক্ত মন্ডলের ছেলে মহিউদ্দিন । চোরাকারবারী মহিউদ্দিন ও ইউনুছ প্রকাশ্যে ওই সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, তুই বিজিবিকে দিয়ে আমাদের আড়কির বাঁশ ধরে দিছিস।
তোকে মেরে লাশ সীমান্তের ওপারে ফেলে দেবো।’ এ ছাড়াও রাজু নামের ওপর এক চোরাকারবারি হুমকি দিয়ে বলেন, তোকে এলাকায় শান্তিতে থাকতে দেবো না, গ্রাম ছাড়া করে ছাড়বো।

 

এ ঘটনার জের ধরে গত ১২ অক্টোবর রাতে বাড়ির সিকিউরিটি বাল্ব ভেঙ্গে গাছ থেকে নারিকেল ও জামবুড়া চুরি নিয়ে যায়। ৬ নভেম্বর মাঝরাতে ওই সাংবাদিকের বাড়িতে লাগানো ৪০ টি পেঁপে ও ৫টি আমগাছ কেটে ফেলে চোরাকারবারিরা। অভিযোগের বিষয়ে রৌমারী থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!