কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রংপুর জেলা শাখা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীত করণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়। গতকাল রোববার ১৫ থেকে আগামী ৩০ তারিখ ২০২০ পর্যন্ত ১৫ দিন ব্যাপি পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী সরকার, মহিলা সম্পাদীকা রোকসানা বেগম প্রমুখ।