খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর। বিশ্ব খাদ্য দিবসে আলোচনায় এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ আন্তর্জাতিক সেমিনারের আয়োজক কৃষি মন্ত্রণালয় ও বিশ্ব খাদ্য সংস্থা। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী দেশের খাদ্যের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ তুলে ধরেন। জানান, ডিজিটালাইজেশনের সেবায় উপকৃত হচ্ছেন প্রান্তিক কৃষক।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতিজ্ঞার কথা তুলে ধরে শেখ হাসিনা জানান, প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায়, তা নিশ্চিত করা হবে।
করোনায় মানুষের কষ্ট লাঘবে বিশেষ দৃষ্টি দেয়া হচ্ছে, এমনটি জানিয়ে কৃষিখাতে প্রণোদনার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার তাগিদও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।