এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় বিএনপি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নূর হোসেনের মতো অসংখ্য গণতন্ত্রকামীর জীবনের বিনিময়ে এদেশে গণতন্ত্র মুক্তি পেয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।’ তিনি অভিযোগ করেন, বিএনপি অগণতান্ত্রিক রাজনীতি করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি পরিহার করতে বিএনপিকে আহ্বান জানান তিনি।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ নূর হোসেনের মৃত্যু দিবসে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর জিপিওতে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
‘গণতন্ত্র এক দলে পরিণত হয়েছে’ বিএনপির এ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তো বলেছি—বিএনপির গণতন্ত্র কারফিউ গণতন্ত্র। হ্যাঁ-না ভোটের গণতন্ত্র। নূর হোসেনদের আত্মাহুতিতে গণতন্ত্র মুক্তি পেলেও বিএনপির অগণতান্ত্রিক রাজনীতির কারণে তা এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।’
ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র মুক্তি পেয়েছে, কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ না দিতে পারলে আগামী প্রজন্মের মনে, উদার গণতান্ত্রিক ভাবধারাকে প্রতিষ্ঠা করতে না পারলে, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আদর্শকে ধারণ করে যে রাজনৈতিক সংগঠনের জন্ম, তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।’ বিএনপির উদ্দেশে এ সময় তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের পথে ফিরে আসুন। রাজনৈতিক ইতিবাচক ধারায় ফিরে আসুন। জনগণের কল্যাণকামী রাজনীতি করুন। তাদের মন জয় করার চেষ্টা করুন। বিদেশিদের কাছে ধর্নার নয় জনগণের ক্ষমতার রাজনীতি করুন।’
নূর হোসেনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘সেদিন নূর হোসেনের শরীর ছিল জীবন্ত রাজনৈতিক পোস্টার। তার বুকে ও পিঠে লেখা স্লোগানে প্রতিধ্বনিত হচ্ছিল স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র মুক্তির প্রতিধ্বনি। পুলিশের গুলিতে ক্ষত-বিক্ষত শহীদ নূর হোসেনের দেহে লিপিবদ্ধ রক্তস্নাত স্লোগান রণধ্বনি পৌঁছে গিয়েছিল বাংলার প্রতিটি প্রান্তরে, প্রতিটি মানুষের হৃদয়ে শহীদ নূর হোসেনের রক্তাক্ত ছবি গণতন্ত্রকামী বাঙালির মনে সাহস আর সংগ্রামের বহ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিল। নূর হোসেন হয়ে উঠেছিল সাহসের প্রতীক, গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী একজন বীর যোদ্ধা।’
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের সমাজমানসে মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠা করতে না পারলে আগামী প্রজন্মের মনে ৩০ লাখ শহীদের আকাঙ্ক্ষার অসাম্প্রদায়িক প্রগতিশীল উদার গণতান্ত্রিক ভাবাদর্শকে প্রতিষ্ঠা করতে না পারলে সত্যিকারের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে না।’