গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় সুজন মিয়া (২৩) নামের ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে সাড়ে ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের ফাঁসিতলার গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় ফাঁসিতলা এলাকায় রংপুরগামী বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে সুজন মিয়ার ভ্যানটির ধাক্কা লাগে। এসময় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে সুজন মিয়া আহত হন।
এরপর উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ দুর্ঘটনা সম্পর্কে আমাকে জানানো হয়েছে।