মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকালে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় বাংলা,ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করার দাবিতে রংপুরে বিশ্ববিদ্যালয় ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
সকল বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী,রংপুর বিভাগের ব্যানারে নগরীর জাহাজ কোম্পানী এলাকায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে অবস্থান করে । এতে আশেপাশের সড়কে যানচলাচল বন্ধ হয় । এরপর তারা সঙ্গবদ্ধ হয়ে প্রেসক্লাবের দিকে যায় এবং সেখানে তারা অবস্থান নিলে পুলিশের বাধায় রাস্তার পাশে মানববন্ধন করে ।
রংপুর বিভাগীয় বিভাগীয় সমন্বয়ক ওয়ালিদুন নুর আকাশ তাদের দাবিসমূহ তুলে ধরে জানান, বিভাগ পরিবর্তন না করলে তারা অনশন কর্মসূচি পালন করবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের নেতৃবৃন্দ সদস্য মাসরুর রহমান তানজিন,সাইফুল ইসলাম,আওলা সাদিক সরকার,সোহানুর রহমান রহমান সুইট,সাবাইত্তা জান্নাত সামান্তা,সুমাইয়া তাবাচ্ছুম,তুষার আবদুল্লাহ,সায়েদুল বাসার।