রংপুরে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকাল রোববার প্রথম খেলায় ঘাঘট গøাডিয়ার্সকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো বেগম রোকেয়া পাইওনিয়ার ।
রংপুরে ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৮ উইকেটে ঘাঘট গøাডিয়ার্স ১১৫ রান সংগ্রহ। ১১৬ রানের টার্গেট নিয়ে জবাবে বেগম রোকেয়া পাইওনিয়ার ১৫.৪ ওভারে ১১৮ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়। এদিকে ঘন কুয়াশার কারণে খেলা দেরি করে শুরু হওয়ায় ১৮ ওভারের খেলা হয়। এতে ম্যান অব দ্যা নির্বাচিত হন সাব্বির আহমেদ।
উল্লেখ্য টুর্নামেন্টে জাতীয় দলের নাসির হোসেন,এনামুল হক বিজয়,সোহাগ গাজী,জুনায়েদ সিদ্দিক, শাহাদাত হোসেন রাজিব,সোহরাওয়ার্দী শুভ,আরিফুল ইসলাম সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলছে রংপুরের ইতিহাসে প্রথম এই মেঘা ইভেন্টে। এছাড়াও অনুর্ধ-১৯ জয়ী অধিনায়ক আকবর আলীও খেলছেন টুর্নামেন্টে।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট রংপুর ক্রিকেট গার্ডেনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব ভূঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মাদ আব্দুল আলীম মাহামুদ, রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, জাপা রংপুর মহানগর সাধারন সম্পাদক এস.এম ইয়াসীর, জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।