রংপুরে দুই শিশু খেলার ছলে মারামারি হাতাহাতি থেকে উভয়ের অভিভাবকের কথা কাটাকাটি এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এঘটনা ঘটেছে রংপুর কোতয়ালী থানা এলাকার মনোহরপুর চাউলিপাড়ায়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অভিযোগ ৪৪৮/৩২৬/৩০৭ ধারা সূত্রে জানাগেছে পূর্ব শত্রুতার জের ধরে আবারো উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত বুধবার মৃত আব্দুর রহিম এর ছেলে মোজাফ্ফর হোসেন (৫০) তার নিজ বাড়ির গোয়াল ঘরে গরু বাধতে গেলে ওত পেতে থাকা একই এলাকার ওসমান গণি ছেলে শাহিন মিয়া ধারালো অস্ত্র দিয়ে মোজাফ্ফর কে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি আঘাত করে। এতে ঘটনা স্থলে গুরুতর আহত হলে বাড়ীর ও স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মোজাফ্ফর হোসেন বাদী হয়ে শাহীন মিয়ার নামে অভিযোগ দায়ের করলে আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে শাহীন এর লোকজন আহত মোজাফ্ফর হোসেন ও তার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে । এ অবস্থায় মোজাফ্ফর হোসেন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসী জানিয়েছে শাহিন মিয়া ইতোপূর্বে অত্র এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকে।