রংপুর মেট্রেপলিটন পুলিশ হারাগাছ থানা হরিরামমল বকসা এলাকার ইদ্রিস আলীর পুত্র মানিক মিয়া একই এলাকার আব্দুর রশিদ এর পুত্র মোঃ শাহানুর ইসলাম (১৮) কে ৩০/৮/২০২০ আনুমানি রাত ২ টার সময় পার্শ্ববর্তী দোলায় মাছ ধরার কথা বলে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। পূর্ব শত্রতার জের ধরে ওই দোলায় পূর্ব থেকে উৎ পেতে থাকা মানিক মিয়ার পিতা ইদ্রিস আলী তাকে অতার্কিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে মাথা, পিঠে আধাত করতে থাকে। এতে শাহানুর ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে থাকে। সে চিৎকার দিলে বাড়ি ও আশেপাশের লোকজন তার চিৎকার শুনে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হারাগাছ হাসপাতালে অটোযোগে ভর্তি করা হয়। শাহানুর ইসলাম তার ভাই নুরুজ্জামান কে ঘটনার কথা খুলে বলেন। সে হারাগাছ থানায় এব্যাপারে ০২/০৯/২০২০ইং তারিখে এজাহার দায়ের করেন। হারাগাছ থানায় মামলা নং-৩, ৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় মামলা গ্রহন করা হয়।