মঙ্গলবার বিকেলে, রাজধানীর নির্বাচন ভবনের ব্রিফকালে একথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সবার জন্য সমান সুযোগ তৈরি করে দেয়া। যাতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারেন, ভোট দিতে পারেন। কেউ যেন তাদের বাধা না দেয়। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখা হয়েছে। সেটা তারা দায়িত্ব পালন করবে। লেভেল প্লেয়িং ফিল্ড এটাই। সবার জন্য সমান সুযোগ।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, সেখানে অস্ত্রও বেশি থাকবে। কোন প্রার্থীর সাংগঠনিক শক্তি নির্বাচন কমিশন বাড়িয়ে দিতে পারবে না তবে সবার জন্য সমান সুযোগ দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। করোনায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে অতিরিক্ত সতর্কতা নেয়া হয়েছে।