বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ১৩ দিন আগে আগামীকাল (রোববার) ইশতেহার ঘোষণা করবে কাজী মো. সালাউদ্দিন ও আবদুস সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।
দুপুর ১২টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কাজী মো. সালাউদ্দিন ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন সম্মিলিত পরিষদের চিফ কো-অর্ডিনেটর শামসুল হক চৌধুরী এমপি।আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। কাজী মো. সালাউদ্দিন ও সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে সমন্বিত পরিষদ। এ পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান কমিটির সদস্য শেখ মোহাম্মদ আসলাম। তিনি সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমন্বিত পরিষদে এখনও সভাপতি প্রার্থী নেই।
কাজী মো. সালাউদ্দিনের বিপক্ষে দুজন সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায়। সাবেক ফুটবলার ও কোচ সফিকুল ইসলাম মানিক আছেন সালাউদ্দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে।
২১ পদে জন্য ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে দুজন, সিনিয়র সহ-সভাপতি পদে দুজন, সহ-সভাপতি পদে আটজন এবং সদস্য পদে ৩৪ জন।
কাজী মো. সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো সভাপতি হওয়ার জন্য নির্বাচন করছেন। চতুর্থবারের মতো সভাপতি প্রার্থী হয়ে দেশের ফুটবল উন্নয়নের জন্য কী প্রতিশ্রুতি ও পরিকল্পনা উপস্থাপন করবেন ইশতেহারের, সেটাই এখন দেখার বিষয়।