বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

চাবাইনবাবগঞ্জে ধানবোঝাই ভটভটি খাদে: নিহত আটজন, আশঙ্কাজনক দুইজন

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
ছবি: কালের কন্ঠ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে  নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন চারজন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সাঁকোপাড়া এলাকার সোনা মসজিদ বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহতরা সবাই শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ভটভটিতে করে সেই ধান নিয়ে বাড়ি ফিরছিলেন ১২ জন কৃষক। পথে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে যানটি শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙা ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৭ কৃষক। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত ৫জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে মারা যান আরো একজন। তাৎক্ষণিকভাবে সর্বশেষ নিহতের নাম জানাতে পারেনি পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বরেন্দ্র অঞ্চল থেকে ধান নিয়ে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন ১২ জন কৃষক। পথেই এ দুর্ঘটনা ঘটে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!