জঙ্গীবাদ সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার বিকেলে বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রংপুর জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্তুজা মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক লতিফা শওকত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা জামান ববি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বিপ্লব বিশ্বাস, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি পারভীন আক্তার, গঙ্গচড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নীলুফা ইয়াসমিন, কাউনিয়া মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুন্নাহার, বদরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্জিনা বেগম, পীরগাছা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তানজিনা বেগম, কাউনিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সেলিনা আক্তার, তারাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামছুন্নাহার বেগম, বদরগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভাপতি মহছিনা বেগম, সদর উপলো মহিলা আওয়ামীলীগের সভাপতি আরজিনা বেগম।