রংপুর মহানগরীতে গত ২৪ ঘন্টার ভারি বর্ষণে অধিকাংশ এলাকা প্লাবিত হয়। ফলে মহানগরীর জনগণ চরম দূর্ভোগের সম্মুখীন হয়। অধিকাংশ রাস্তা প্লাবিত হয় ও বসতবাড়িতে পানি প্রবেশ করে।
অনেক মানুষ বিভিন্ন বিদ্যালয়সহ নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করে। আজ নগরীর বিভিন্ন স্থানে পানি কবলিত মানুষের অবস্থা পর্যবেক্ষণ ও দূর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও সাহায্য সামগ্রী বিতরণ করেন রংপুরের জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান। আজ জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে প্রায় ৩০০ পরিবারের মাঝে সাহায্য সামগ্রী পৌঁছানো হয়।
এছাড়া জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশন এর অনুকূলে ২০ মেট্রিক টন চাউল হস্তান্তর করা হয়, যা বিতরণের কাজ শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রের মানুষের জন্য খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জেলা প্রশাসক জানান।