আসছে শৈত্য প্রবাহ। আগামী সোমবার থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বইবে ঠাণ্ডা হাওয়া। এ সময় তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কোথাও কোথাও তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে এবারকার শৈত্যপ্রবাহ বেশি দিন থাকছে না। কেননা কয়েক দিন পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে একটি লঘুচাপ। এ লঘুচাপটিকে শেষ পর্যন্ত নিম্নচাপ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস।
আগামী সোমবার থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শুরু হতে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে প্রবাহিত হতে পারে। মোস্তফা কামাল পলাশ জানান, সোমবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হলেও বুধ ও বৃহস্পতিবার সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
কোনো কোনো অঞ্চলে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে।
বাংলাদশের আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের কয়েক দিন দেশের নিম্ন তাপমাত্রা আরেকটু নিচে নেমে যাবে এবং শীতের অনভূতি বাড়বে। অবশ্য বেশ কয়েক দিন যাবত দেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া এলাকায় এবং আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থা করছিল।
সেখানে রাতে প্রচণ্ড শীত। সকালে বাইরে বের হলে গায়ে ভারী জামা-কাপড় না চড়িয়ে বের হওয়া যায় না। এ ছাড়া বাংলাদেশের অন্যান্য অংশে রাতের বেলা শীত পড়েছে। রাতে ভারী কম্বল অথবা লেপ মুড়িয়ে ঘুমাতে না গেলে স্বস্তির ঘুম আসে না।