বুধবার, ৩১ মে ২০২৩, ১০:০১ অপরাহ্ন

জাগো ফাউন্ডেশন এর উদ্যোগে ভলান্টিয়ার ফর বাংলাদেশ আয়োজিত “আপনার মাস্ক কোথায়? শীর্ষক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বৃহস্পতিবার জাগো ফাউন্ডেশন এর উদ্যোগে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষকে মাস্ক পরতে এবং তাদের সঠিকভাবে পরিধান করতে অনুপ্রেরণা দেওয়ার জন্য “আপনার মাস্ক কোথায়? শীর্ষক একটি ক্যাম্পেইন আয়োজন করেছে।

উক্ত ক্যাম্পেইনটিতে সারা বাংলাদেশের ৬৪টি জেলায় প্রায় ৬০০০ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।

স্বেচ্ছাসেবীরা চলমান করোনভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং কোভিড -১৯ এর বিস্তার কমাতে মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে লোকদের সচেতন করেছেন।

সারা দেশেরমত রংপুর জেলাতে উক্ত ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর জেলার ২০০ ভলান্টিয়ার ৪ টি জোনে অংশগ্রহন করে। জোন চারটি হলো – মেডিকেল মোড়, কাচারী বাজার, প্রেসক্লাব মোড় এবং লালবাগ। মানুষকে মাস্ক নিয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তারা প্রায় ৪০০ মাস্ক বিতরণ করে।

এসময় অনেক সাধারণ মানুষ তাদের মাস্ক দিয়ে সহযোগিতা করে এবং এই কার্যক্রমকে সাধুবাদ জানায়।

জোন ইনচার্জ (লালবাগ) ফুয়াদ আহমেদ , জোন ইনচার্জ (প্রেসক্লাব) নুসরাত ফারজানা ঐশী , জোন ইনচার্জ (কাচারী বাজার) আবিদ আল মারুফ , জোন ইনচার্জ ( মেডিকেল মোড়) মাহবুবা আলম মনিষামোঃ সেজান মাহমুদ – ক্যাম্পেইন সুপারভাইজারএবং Human Resource Officer ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর জেলা সহ সংগঠনের সকল সদস্য কার্যক্রমে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!