জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো। পুরস্কারটির নাম হবে ‘ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’।
ইউনেসকোর নির্বাহী বোর্ডের ২১০তম অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত সংক্রান্ত নথি ইউনেসকোর ওয়েবসাইটেই আপলোড করা হয়েছে। এতে জানানো হয়েছে, এই পুরস্কার বিশ্বব্যাপী সৃজনশীল অর্থনীতিতে যুবকদের উদ্যোগকে পুরস্কৃত করবে।