প্রায়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর হাতে গড়া জাতীয় ছাত্র সমাজ গঠিত। বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান ও উত্তরসূরী গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রংপুর জেলার জাতীয় ছাত্র সমাজকে আরো গতিশীল করার লক্ষ্যে জেলা জাতীয় ছাত্র সমাজ আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব মোঃ সালিউর রহমান সৈকত জেলার প্রত্যেকটি উপজেলা ছাত্র সমাজের কমিটি ও ইউনিয়ন ওয়ার্ড কমিটি কার্যক্রমের গতিশীল করা লক্ষ্যে ছুটে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় রংপুর জেলার বদরগঞ্জ, তারাগঞ্জ ও পীরগঞ্জ উপলেজার জাতীয় ছাত্র সমাজের কমিটির দুর্বল হওয়ায় ও তাদের কার্যক্রম স্থবীর হওয়ায় জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উক্ত উপজেলার জাতীয় ছাত্র সমাজের কমিটি বিলুপ্ত ঘোষনা করে।