রংপুরের ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ নিয়ে মুজিব বর্ষে চালু হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশন পরিচালিত মেয়র কাপ-টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১০ জানুয়ারী থেকে ক্রিকেট গার্ডেনে এই খেলা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের হলরুমে প্রেস ব্রিফিংয়ে এই টুর্নোমেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটুসহ কাউন্সিলর এবং পৃন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র বলেন, আমরা রংপুরের ক্রিকেট ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আমাদের টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হলো খেলোয়াড় তৈরির মাধ্যমে জাতীয় টিমে তাদের অন্তর্ভূক্ত করা।
এসময় রংপুরে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠার দাবিও জানান তিনি।
এই টুর্নামেন্টে রংপুর জেলা প্রশাসকের দলসহ আটটি দল খেলবে। এখানে জাতীয় দলের খেলোয়াড়রাও আসবেন। ক্রিকেট গার্ডেন প্রতিদিন ২ টি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯ টায় বসবে আসর