শনিবার, ১০ জুন ২০২৩, ০২:৫০ অপরাহ্ন

জুম্মপাড়া ও ভাঙ্গা মসজিদ বাইপাস রাস্তার অবৈধ স্থাপনা ও উচ্ছেদ কার্যক্রম

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবরুদ্ধ ২৩নংওয়ার্ডের জুম্মপাড়ার প্রবেশদ্বার অবৈধ স্থাপনা ও দখলদারীত্ব উচ্ছেদ কার্যক্রমের যৌথভাবে উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে উচ্ছেদ কার্যক্রমের যৌথভাবে উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস.এম ইয়াসির, রংপুর প্রেস ক্লাব সভাপতি আব্দুর রশিদ বাবু, প্রবীণ সমাজ সেবক ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, মোঃ ইমতিয়াজ আলী তাজ, হারুন-অর-ফয়সাল হাসান রাসেল, ফিরোজ আলম, লিটন পারভেজ, শ্রমিক নেতা তছলিম হোসেন প্রধান উচ্ছল ও বিপু প্রমুখ। উল্লেখ্য, রংপুর মহানগরীর প্রধান সড়কের যানজট নিরসনের লক্ষে বিকল্প সড়ক হিসেবে নগরীর ২৩নং ওয়ার্ডের জুম্মাপাড়াস্থ ভাঙ্গা মসজিদ থেকে ফকির মোহাম্মদ রোডটি নির্মাণ কাজ শুরু করেন রংপুর সিটি কর্পোরেশন। এ নির্মাণ কাজে বাদ সাজে আজাদ হোমিও হল ও ভাঙ্গা মসজিদ। অবশেষে বিষয়টি আদালত পযন্ত গড়ায়। রাস্তার সীমানা নির্ধারনের লক্ষে গত বৃহস্পতিবার ও রোববার (১২ ও ১৫ নভেম্বর) আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্টেট মাহামুদ হাসান মৃর্ধা ও রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরুজুল ইসলামের নেতৃত্বে একাধিক সরকারী সার্ভেয়াররা যৌথভাবে মাপযোগ করেন। মাপযোগ শেষে গতকাল রোববার বিকেলে অবৈধ স্থাপনা ও দখলদারীত্ব উচ্ছেদ কার্যক্রমের যৌথভাবে উদ্বোধন করা হয় এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সোমবার সকাল ১০টার মধ্যে স্ব-প্রতিষ্ঠানের ভিতরের সকল মালামাল সরিয়ে নেয়ার জন্য আজাদ হোমিও হল কর্তৃপক্ষ ও ভাঙ্গা মসজিদ কমিটির নেতৃবৃন্দের প্রতি নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!