লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারিতে শালবন এলাকার রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান ও রংপুর জিলা স্কুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী শহিদুন্নবী জুয়েলকে মিথ্যা কোরআন অবমাননার জন্য হত্যা কান্ডের ঘটনায় জরিত সকল আসামীদের শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রংপুর সরকারি কলেজ শাখার আয়োজনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে জসিম আহমেদ রিজভীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় সদস্য এবং রংপুর জেলা সাধারন সম্পাদক জুয়েল রানা প্রামানিক, মহানগর সভাপতি আসাদুজ্জামান কবির ,সাধারন সম্পাদক শাকিল ইমতিয়াজ শীতল,যুগ্ম সাধারন সম্পাদক মির্জা শহিদুল হাসান সুমন, সহ সম্পাদক শাহ আলম,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন,জাসদ নেতা রন্টু সেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সাবেক ছাত্র নেতা তানবীর হোসেন আশরাফি এবং রংপুর সরকারি কলেজের ছাত্রনেতা শিমুল চন্দ্র দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন রংপুর সরকারি কলেজ সাধারন সম্পাদক তাসকিন আহমেদ ফয়সাল।