কোরআন অবমাননার মিথ্যে অভিযোগে গুজব ছড়িয়ে লালমনিরহাটের বুড়িমারীতে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক আবু ইউনুছ মোঃ সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর লাশ আগুনে পোড়ানোর ঘটনায় রংপুরের শালবন এলাকায় ৫ মিনিট আলো নিভিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
আজ (৪ নভেম্বর) বুধবার সন্ধ্যা ৭.০০ টা থেকে ৭টা ৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট আলো নিভিয়ে পুরো এলাকা অন্ধকার করে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।এসময় এলাকাবাসী বাড়ী-দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানের লাইট বন্ধ করে নিজ নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে জুয়েল হত্যার তীব্র প্রতিবাদ জানায়।
জুয়েলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান শেষে আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘণ্টার জন্য এলাকার সব দোকানপাট বন্ধ রাখাসহ জেলাপ্রশাসককে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষনা করেছে এলাকাবাসী।