লালমনিরহাটের পাটগ্রামে নৃশংস হত্যাকান্ডের শিকার রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক আবু ইউসুফ মোঃ সহিদুন্নবী জুয়েলের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ মানববন্ধন করেছে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। একই দাবিতে তারা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয়।
রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে জিলা স্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও শতশত সাধারণ মানুষ অংশ নেন। এসময় বক্তারা বলেন, নৃশংস এই হত্যাকান্ডের বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের খুজে বের করে তা প্রকাশ করতে হবে। তাদের বিরুদ্ধেও নিতে হবে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বিভাগীয় কার্যালয়ের সামনে যান। সেখান থেকে একই দাবিতে তারা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন।