লালমিনহাটের পাটগ্রামে কোরআন অবমাননার গুজব রটিয়ে নিরঅপরাধ জুয়েল কে পিটিয়ে হত্যা ও পুড়িয়ে ফেলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার রংপুর নগরীরর শালবন,মস্ত্রিপাড়া,আরসিসি মোড় সহ নগরীরর বিভিন্ন এলাকায় সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেন এলাকাবাসী।
মিছিলটি নগরীরর শালবন থেকে রংপুর রেন্জের ডিআআজি অফিসে গিয়ে শেষ হয়। সেখানে তারা ডিআইজি বরাবর স্মারকলিপি পেশ করেন । পরে তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন। স্বারকলিপি দেওয়ার পর তিনি সকল অভিযুক্তদের শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।
বিক্ষোভ সমাবেশে প্রায় তিন শতাদিক শিশু,নারী, পুরুষ অংশ নেন । এসয় জুয়েল হত্যার জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
এদিকে লালমনিরহাটের পাটগ্রামে কোরআন অবমানার গুজব তুলে জুয়েল কে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যার ঘটনায় আরো ২ জন কে গ্রেফতার করেছে পুলিশ।