ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষকলীগের প্রতিনিধিকে সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে অভিনন্দন জানিয়ে রংপুর জেলা কৃষকলীগ আনন্দ র্যালী বের করে। মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২০ রংপুর জেলা কৃষকলীগ বেতপট্টিস্থ দলীয় কার্যলয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মুড়্যালে শ্রদ্ধা নিদেবন করে। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। বাংলাদেশ কৃষক লীগ রংপুর জেলা শাখার সভাপতি শ্্রী পি.কে গোস্বামী পান্নু সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যাদুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আনিসুর রহমান,শামসুল ইসলাম লিসু,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শরীফ,শহিদুল ইসলাম দুখু,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান খোকন প্রমুখ।