৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে। রংপুর জেলা আওয়ামীলীগ জেল হত্যা দিবস উপলক্ষে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু। বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক মাজেদ আলী বাবুল।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি উৎপল সরকার, জয়নাল আবেদীন, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক জাসেম বিন জুম্মন, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্তুজা মনছুর, সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক আমিন সরকার। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মইনুল ইসলাম।