জেল হত্যা দিবস উপলক্ষে দিবসের শুরুতেই সকালে মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কায়ছার রাশেদ খান শরীফ, ইদ্রিস আলী, নবীউল্লাহ পান্না, শামীম তালুকদার, নওশাদ রশীদ, রেজাউল ইসলাম মিলন, রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর মহিলালীগের সভাপতি মমতাজ বেগমসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন ফয়জুল করীম রুবেল। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।